এডাব - বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান

ADAB

সর্বশেষ:

কর্ম কৌশল

এডাব প্রধানত জেলা শাখার মাধ্যমে কার্য্ পরিচালনা করে থাকে। সরকারী সংস্থা ও এনজিওদের মাধ্যমে সমন্বয়সাধান, এনজিওদের কাজের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সরকার, দাতা সংস্থা, সূশীল সমাজ ও নাগরিক সমাজের অপরাপর অংশের সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে সার্বিক এনজিও কার্যক্রমকে সমন্বয় ও সদস্যদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এডাব এর কাজ-

প্রধান কাজ গুলো হলো-

  • সমন্বয় নেটওয়াকিং

সরকারী সংস্থা, দাতা সংস্থা ও বেসরকারী উন্নয় সংস্থা ও সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও নেটওয়াকিং তৈরী করা।

  • এ্যাডভোকেসি ক্যাম্পেইন

এনজিও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরী এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সরকারী সংস্থা ও দাতা সংস্থার সাথে এ্যাডভোকেসি করা।

  • সদস্য সংগঠনের দক্ষতা উন্নয়ন
  1. সদস্য সংস্থাসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদান।
  • বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস পালন

ন্যায় ভিত্তিক ও অসম্প্রাদায়িক সমাজ বির্নিমানের সাথে সম্পৃক্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন্ দিবস যথাযথ সম্মানের সাথে কেন্দ্রিয় ও জেলা পর্যায়ে পালন করা। যেমন- আন্তর্জাতিক মাতৃভাসা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক নারী দিবস ইত্যাদি।