এডাব - বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান

ADAB

সর্বশেষ:

পঠভূমি

Association of Development Agencies in Bangladesh এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন। 1974 সালে প্রতিষ্ঠিত এডাব এনজিওদের বৃহত্তম সংস্থাই শুদু নয়, কালের বিচারে প্রথমও বটে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এডাব সরকার, দাতা সংস্থা, সূশীল সমাজ, গণমাধ্যমসহ অন্যান্য উন্নয়ন অংশিদারদের সাথে সমন্বয় কার্য্‌ক্রম অত্যান্ত দৃঢ়তা ও সাফল্যের সাথে সম্পাদন করে আসছে। সদস্য সংস্থাসমূহের বিভিন্ন সমস্যাবলী নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করার পাশপাশি সরকারের ভিন্ন জনকল্যানমূখী কার্যক্রমকে সদস্য সংস্থার মাধ্যমে জগণের কাছে পৌছে দেয়া এডাব এর অন্যতম কাজ। এছাড়া সংস্থাটি এনজিওদের কাজের সহায়ক পরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরী এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য কৌশলগত সহায়তা প্রদানের পাশপাশি তিন যুগেরও বেশী সময় ধরে দূর্যোগ মোকাবেলা, দারিদ্র বিমোচন, সরকারী সেবায় জনগণের অভিগম্যতা বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ নানা বিষয়ে সরকারকে অর্থবহ সহায়তা দিয়ে আসছে।

সিলেট জেলায় সংস্থার জনবল 01 জন। এ জেলায় এডাব জেলা কমিটির 12টি এনজিও এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায় করে থাকে। এবং আঞ্চলিক সমন্বয়কারী সদস্য এনজিও গুলির সাথে সমন্বয় ও যোগাযোগ করে থাকে।